সেন্ট্রাল বয়েজ অব রাউজানের ব্যবস্থাপনায় ৫ম আন্তঃস্কুল-মাদরাসা বিতর্ক প্রতিযোগিতা-২০২১ আয়োজনের প্রস্তুতি নিয়ে পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।। গতকাল বৃহস্পতিবার পৌরসভার কনফারেন্স রুমে আয়োজিত সভায় ৫ম আন্তঃস্কুল-মাদরাসা বিতর্ক প্রতিযোগিতা- নিয়ে আলোচনা হয়। বিতর্ক আয়োজনে পৌরসভার পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন পৌর মেয়র। সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর জানে আলম জনি, কাউন্সিলর নাসিমা আকতার, জেবুন্নেসা, জান্নাতুল ফেরদৌস ডলি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সেন্ট্রাল বয়েজ সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক অনিক ভট্টাচার্য, তারেক হাসান, মো. রিফাত, মো. মিজানুর রহমান, নোমান বিন আজিজি, মোহাম্মদ নাহিদ, আবদুল্লাহ আল নোমান, শরীফুল ইসলাম, আলভীন আলভী, তৌসিফ আহমেদ রাহাত প্রমুখ।