রাউজানের বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট স্লুইচ গেট এলাকায় বালুর ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটে গতকাল রোববার বিকালে।
স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় ৫ আগস্টের আগে অবৈধ বালুর ব্যবসার নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগের লোকজনের হাতে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে আগের বালু সিন্ডিকেট এলাকা ছেড়ে পালিয়ে যায়। সেই সময় প্রশাসন ওই সিন্ডিকেটের বালুর স্তূপ প্রকাশ্যে নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করেছিল। জানা যায়, ওই সময় প্রশাসনের নিদেশনায় কিছুদিন বালু ব্যবসা বন্ধ ছিল। পরে বিএনপির লোকজন সাইনবোর্ডের আড়ালে আবার শুরু করে অবৈধ বালুর ব্যবসা। এই নিয়ে বিএনপির দুটি গ্রুপের মধ্যে চলে আসছে সংঘর্ষ। সর্বশেষ গতকাল রোববার আবার লাম্বুরহাট এলাকায় দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয়রা বলেছেন, বালুর ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে বর্তমানে টানটান উত্তেজনা চলছে। এই নিয়ে আবারো সংঘর্ষ সংঘাতের সম্ভাবনা রয়েছে। এলাকার লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে। এই ঘটনা নিয়ে থানার ওসি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।