চট্টগ্রাম–রাঙ্গামাটি সড়কের রাউজান পৌরসভার মিয়া চৌধুরী ঘাটা এলাকায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত সৈয়দ মুহাম্মদ শফি (৮১) পৌরসভার ১ নং ওয়ার্ডের পশ্চিম গহিরা গ্রামের আবুদ্দার বাড়ির সৈয়দ মালেকের ছেলে। প্রত্যক্ষদশীরা জানান, গতকাল রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে সৈয়দ মুহাম্মদ শফি গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।
রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মোটরবাইকটি বৃদ্ধকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ায় স্থানীয়রা গাড়িটি শনাক্ত করতে পারেনি। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।












