রাউজানে ফজলে করিমের বাগান বাড়িতে প্রাক্তন কর্মচারীর রক্তাক্ত লাশ

রাউজান প্রতিনিধি | সোমবার , ২ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:৫০ পূর্বাহ্ণ

রাউজানে সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বাগান বাড়ি এলাকা থেকে মোহাম্মদ ইউসুফ মিয়া (৬৫) নামে বাগানের প্রাক্তন এক কর্মচারীর লাশ রক্তাক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করেছে।

গতকাল ১ সেপ্টেম্বর দুপুরে উদ্ধার করা লাশটি পুলিশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত ইউসুফ রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের আবদুল শুক্কুর মিয়ার বাড়ির প্রয়াত শামসু মিয়ার বড় ছেলে।

ইউসুফের ছোট ভাই মহিউদ্দিন বলেছেন, আগের দিন শনিবার দুপুরে অজ্ঞাত ব্যক্তির ফোন পেয়ে ঘর হতে বের হয়েছিলেন ভাই ইউসুফ। ওই দিন থেকে তিনি আর বাড়িতে ফিরেননি। পরিবারের সদস্যরা ওই বাগান বাড়িসহ সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। গতকাল রবিবার এক ব্যক্তি তার ভাইয়ের লাশ বাগান বাড়ির পূর্বপাশে খালের সাথে থাকা সাবেক এমপি গরুর খামারের ভিতর পড়ে থাকার খবর জানায়। এলাকার লোকজন এই ঘটনার কথা থানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে। এক ছেলে ও ৩ কন্যা সন্তানের জনক মোহাম্মদ ইউসুফ একটি এনজিও সংস্থার কাছে ঋণগ্রস্ত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। কেউ কেউ এই ঘটনাটি ঋণের চাপে হতাশার মধ্যে আত্মহত্যা বলে দাবি করেন। তবে লাশের প্রত্যক্ষদর্শীরা বলছেন, মৃত ইউসুফের মাথা, বাম হাত ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের ধারণা কোনো দুর্বৃত্ত তাকে খুন করে সেখানে ফেলে গেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন এ ঘটনা প্রসঙ্গে বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। রির্পোট পেলে রহস্য উদঘাটন হবে। তিনি লাশের শরীরে আঘাত থাকার কথা স্বীকার করেন।

পূর্ববর্তী নিবন্ধচবিতে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধচাম্বলে ইউপি মেম্বারকে গণধোলাই, পুলিশে সোপর্দ