চট্টগ্রামের রাউজান উপজেলার কদুলপুরে গলায় ফাঁস দিয়ে মো. রুবেল শাহ (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (৫ মে) রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের মোল্লা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবেল শাহ ঐ এলাকার মৃত আবুল কালামের পুত্র।
কি কারণে রুবেল শাহ আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। খবর পেয়ে পুলিশ রাত ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে গেছে।
জানা যায়, ২০১০ সালে নিহত রুবেল একই ইউনিয়নের মানচিপাড়া থেকে বিবাহ করেন। বিবাহিত জীবনে তাদের সংসারে দুই সন্তান রয়েছে। স্থানীয়রা জানিয়েছে নিহত রুবেল গত ৫ বছর আগে বিদেশে থেকে দেশে আসেন।
তিনি আবার বিদেশ যাওয়া চেষ্টায় ছিলেন। এতদিন কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন। এ বিষয়ে জানতে চাইলে কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান নেজাম উদ্দিন চৌধুরী বলেন, আমরা খবর পেয়ে রাউজান থানায় ও ইউএনওকে খবর দিয়েছি। পরে রাতে থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে যায়।