রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌরসভায় ৭হাজার ৪শ মানুষকে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে দেয়া হচ্ছে ৫শ টাকা করে। গতকাল বুধবার এই কার্যক্রম টেলিকনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নে প্রধানমন্ত্রীর দেয়া এই উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি অতীশদর্শী চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, মেম্বার আবদুল মালেক, অজিত বিশ্বাস, মোহাম্মদ ইসমাইল, সাফায়েত হোসেন তৌহিদ প্রমুখ।