রাউজানের কদলপুর ইউনিয়নে প্রতিপক্ষের গুলিতে আনোয়ার হোসেন বাচলু নামের এক যুবদলকর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে কদলপুর সোমবাইজ্যা হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত আনোয়ার হোসেন বাচলু স্থানীয় আমীরপাড়ার আবদুস ছালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাচলু যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, বালুর ব্যবসা, পাহাড় কাটা, মাটি বিক্রির আধিপত্য নিয়ে তাদের সঙ্গে অপর একটি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে সোমবাইজ্যা হাটের কাছে একটি ব্রিজের উপর বাচলু কয়েকজনের সঙ্গে কথাবার্তা বলছিলেন। এমন সময় প্রতিপক্ষ গ্রুপ তার উপর হামলা করে।
বিষয়টি নিয়ে কথা বললে রাউজান থানার ওসি বলেন, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।