স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভায় রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, এই মাস থেকে নাগরিকদের বিশেষ সেবা প্রদান করবে রাউজান পৌরসভা। গতকাল সোমবার পৌর ভবনে কাউন্সিলর ও নাগরিকদের সাথে বৈঠকে এই ঘোষণা প্রদান করেন তিনি। মেয়র বলেন, সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় ইতোমধ্যে সব পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এখন নাগরিকদের সকল সুযোগ সুবিধা সহজলভ্য করা হবে। পৌর পরিষদের দেয়া এই প্রতিশ্রুতি শতভাগ নিশ্চিত করা হবে। বিজয়ের মাসে পৌর বাসিন্দারা বিশেষ ছাড়ে হোল্ডিং ট্যাক্স প্রদানে সুযোগ পাবেন। লটারীর মাধ্যমে নির্বাচিত আবাসিক ট্যাক্স প্রদানকারীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। আগামী ১৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে হোল্ডিং ট্যাঙ প্রদান করে এই সুযোগ গ্রহণের আহ্বান জানান মেয়র। কাউন্সিলর জানে আলম জনির সঞ্চালনায় এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলরগণ।