রাউজান সদর ইউনিয়নের ৯টি পূজামণ্ডপের পূজার্থীদের মাঝে কাপড় বিতরণ করেছে ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশন। গত মঙ্গলবার দুপুরে রাউজান সদর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় থেকে এসব কাপড় বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের সদস্য জমির উদ্দিন পারভেজ।
বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়রসহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, নুরুল আমিন। অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, ফজল কাদের, আবদুল কাদের মুন্না, মোজাম্মেল হক, শওকত হোসেন, জিল্লুর রহমান মাসুদ, মাসুদুল আলম ও ইমতিয়াজ জামাল নকিব।