নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী কাজী সাফায়েত কালাম আরিয়ান পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। গত ১ মার্চ শনিবার এই ঘটনা ঘটে পৌরসভার গহিরা এলাকায়। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেছেন, আমাদের কাছে খবর ছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মী রাউজানের গহিরা এলাকায় অবস্থান করছে। নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ থাকা ওই ছাত্রলীগ কর্মীকে ধরতে গিয়ে থানা পুলিশ গাড়ি থেকে নেমে স্থানীয় লোকজনের কাছে তার অবস্থান সর্ম্পকে জানতে চায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ছাত্রলীগ কর্মী এলাকা থেকে গা ঢাকা দেয়।
এদিকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার পরিচয় দিয়ে তিন ব্যক্তি ওই ছাত্রলীগ কর্মীকে পুলিশের কাছ থেকে কেড়ে নেয় বলে অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজান।
এই বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজানের ফেসবুক পেজে একটি বিবৃতি পোস্ট করা হয়। সেখানে ছাত্রলীগের এক কর্মীকে বিএনপি নেতা শেল্টার দিচ্ছে বলে উল্লেখ করা হয়।