রাউজানে পুকুরে মিলল রিকশা চালকের লাশ

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ at ৬:১৬ পূর্বাহ্ণ

দক্ষিণ রাউজানের পাহাড়তলী আশ্রয়ন প্রকল্পের সামনের পুকুর থেকে এক ব্যাটারি চালিত রিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি পাহাড়তলীর খান পাড়া গ্রামের মোহাম্মদ ইব্রাহীমের ছেলে মুহাম্মদ জাফরের (৩৫) বলে পরিবারের সদস্যরা সনাক্ত করেছেন। এই ঘটনা জানিয়ে থানা পুলিশকে খবর দেয়া হলে গতকাল বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়রা জানিয়েছেন, রিকশাচালক জাফর আগের রাত বুধবার ১১টার দিকে পাহাড়তলী চৌমুহনী থেকে যাত্রী নিয়ে রাঙ্গুনিয়ার রামগতি হাটের দিকে গিয়েছিলেন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে রাতে ও সকালে খোঁজাখুঁজি করতে গিয়ে বৃহস্পতিবার সকালে মুহামুনি এলাকার আশ্রয়ণ প্রকল্পের পুকুরে ভাসমান লাশটি দেখেন। পরিবারের সদস্যরা লাশটি সনাক্ত করার পর পুলিশ এসে উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠায়। জাফরের ভাই সাইফুল ইসলাম এটি পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে সন্দেহভাজনদের নাম পুলিশকে দিয়েছেন। তিনি এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগপত্র দেয়া হয়েছে। এই ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধহাটহাজারী থেকে ছিনতাইকৃত প্রাইভেটকার বাকলিয়ায় উদ্ধার, গ্রেপ্তার ৩