রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাউজান প্রতিনিধি | বুধবার , ৩ মার্চ, ২০২১ at ১২:৩৭ অপরাহ্ণ

রাউজানে পুকুরে ডুবে মারিয়া আকতার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হামজার পাড়ার ইব্রাহিম মিস্ত্রীর বাড়িতে এই ঘটনা ঘটে। মারিয়া ওই এলাকার আরব আমিরাত প্রবাসী গিয়াস উদ্দিন টিপুর কন্যা।
নিহত শিশুর চাচা মঈন উদ্দিন বলেন, ঘরের সবাই দুপুরের রান্নার কাজে ব্যস্ত ছিল। এসময় সবার অগোচরে খেলতে খেলতে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার নিথর দেহ পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধদলের দুঃসময়ে রফিকুল-শরিফুল বড় ভূমিকা পালন করেছেন
পরবর্তী নিবন্ধদক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরির মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে