রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাউজান প্রতিনিধি | রবিবার , ২৬ নভেম্বর, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

রাউজান বাগোয়ান ইউনিয়নের উত্তর গশ্চি গ্রামে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। দুই বছর বয়সী শিশুটির নাম রুদ্রিক মল্লিক। সে গ্রামের ক্ষেত্র চৌধুরী বাড়ির বিষু মল্লিকের ছেলে।

রুদ্রিকের বাবা বিষু দে বলেছেন, সবার অগোচরে সকালে ঘর থেকে বের হয়ে যায় রুদ্রিক। খেলতে খেলতে হয়ত সে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের সদস্যরা তার নিথর দেহ পুকুরে ভাসতে দেখতে পায়। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধ১৩ জেলায় সড়কে ঝরল ২৬ প্রাণ
পরবর্তী নিবন্ধবিপ্লব উদ্যানে স্থাপনা নির্মাণ বন্ধ না করলে আইনগত ব্যবস্থা