রাউজানে পুকুরের পানিতে ডুবে মিরামনি নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
নিহত মিরামনি নজুমিয়া হাট এলাকার জনৈক সিএনজি চালকের মেয়ে। নিহতের আত্মীয় রাসেল বলেন, খেলতে খেলতে মিরা বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নজুমিয়া হাট এলাকা থেকে গত দুই মাস আগে মা মনি আকতারের সাথে শিশু মিরা নানার বাড়িতে বেড়াতে এসেছিল। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।