রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নে পানিতে ডুবে নিশাত (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে ইউনিয়নের উত্তর পাঠান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু স্থানীয় জিন্নাত আলীর কন্যা।স্থানীয়রা জানিয়েছেন, গতকাল সকালে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে নিশাত পানিতে ডুবে যায়। গোসল করে ঘরে ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে তার নিথর দেহ পুকুরে ভাসছে। এলাকার লোকজন পুকুর থেকে ভাসমান দেহ উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক নিশাতকে মৃত্যু ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।











