রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়ন নবনির্মিত তালুকদার বাড়ি সড়কে রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ফাউন্ডেশনের ৫০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির আওতায় ১৫শ মিটার দৈর্ঘ্য বদুপাড়া ও ঊনসত্তরপাড়া সংযোগ সড়কটিত এক হাজার ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়। ১২ জুলাই (মঙ্গলবার) সকালে এই উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এবং পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন জাহেদুল করিম বাপ্পী সিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কৃষিবিদ কাজী গোলাম মোস্তফা, তালুকদার বাড়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক মিঠু তালুকদার উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নঈম উদ্দিন চৌধুরী, সংগঠক কায়ছার উদ্দিন আল মালেকী, জিয়াউল হক আল মালেকী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।