রাউজানে ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী বিক্রি চলবে : ফজলে করিম

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ জুন, ২০২১ at ৬:৪৮ পূর্বাহ্ণ

রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় উপজেলার কর্মহীন মানুষের মাঝে ন্যায্যমূলে খাদ্য সামগ্রী বিক্রির কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। এই কর্মসূচি চলমান রাখা হবে ইউনিয়ন পর্যায়ে। গতকাল সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দেন, সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। সাংসদ তার বক্তব্যে আসন্ন গরুর বাজারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদানসহ করোনা সংক্রামণ ঠেকাতে সরকারিভাবে দেয়া ঘোষণা কঠোরভাবে পালনের আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার ভূমি অতীশ দর্শী চাকমা, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য ও প. কল্যাণ কর্মকর্তা ডা. নুর আলম দীন, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রিয়তোষ চৌধুরী, আবদুর রহমান চৌধুরী, সরোয়ার্দী সিকদার, বিএম জসিম উদ্দিন হিরু, লায়ন সাহাবুদ্দিন আরিফ, নুরুল আবসার বাশি, সৈয়দ আবদুল জব্বার সোহেল, রোকন উদ্দিন, সুকুমার বড়ুয়া, তছলিম উদ্দিন চৌধুরী, নোয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, মৎস্য সমপ্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান, সমবায় কর্মকর্তা মুজিবুর রহমান খান, সমাজ সেবা কর্মর্কতা মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা আক্তার, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএপিক হেলথ কেয়ারের সাথে ইস্ট অ্যান্ড কনস্ট্রাকশনের স্বাস্থ্যসেবা চুক্তি
পরবর্তী নিবন্ধআবাসিক গ্যাস গ্রাহকদের জামানতের টাকা ফেরতের সিদ্ধান্ত অমানবিক