রাউজানে ধান মাড়াইয়ের মেশিন উল্টে শ্রমিকের মৃত্যু, আহত ৩

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ ডিসেম্বর, ২০২২ at ৭:০৩ পূর্বাহ্ণ

রাউজান হলদিয়া ভিলেজ সড়কের পাশে ধান মাড়াই মেশিন উল্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো তিন শ্রমিক। গত মঙ্গলবার রাতে গর্জনিয়া মাদ্রাসার দক্ষিণ পাশে রাশেদ বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, গভীর রাত পর্যন্ত ধান মাড়াই শেষ করে শ্রমিকরা মেশিনটি চালিয়ে যাচ্ছিল গৃহস্থের বাড়ির দিকে। মেশিনটি দ্রুতগতিতে চালিয়ে যাওয়ার সময় হঠাৎ উল্টে গেলে সুমন (২২) নামে এক শ্রমিক নিহত ও তিন শ্রমিক আহত হয়। নিহত সুমন নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার কইলাটি ইউনিয়নের কাকুরিয়া গ্রামের মৃত মুহাম্মদ ফরিদের ছেলে। আহত শ্রমিকদের শরীর উল্টে যাওয়া মেশিনের গরম পানিতে ঝলসে যায়। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আহতরা হলেন নেত্রকোণার মামুন (২২), হৃদয় (২২) ও মেশিন চালক মুহাম্মদ দেলোয়ার হোসেন। হতাহতরা ১৫ দিন আগে মাঝি আবুল কালামের মাধ্যমে ধান মড়াইয়ের কাজে রাউজানে এসেছিল।

পূর্ববর্তী নিবন্ধসাজেকে সন্ত্রাসীর গুলিতে মোটরসাইকেল চালক নিহত
পরবর্তী নিবন্ধ‘শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ তৈরিতে কাজ করতে হবে’