রাউজান উপজেলার পূর্ব সীমান্তে গোদাপাড় পাহাড় সমতলে বসবাসকারী অসহায় দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলমানহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের একটি সংগঠন। সৌদি আরবের একটি ত্রাণ সংস্থার পক্ষে এই প্রতিষ্ঠানটি এই সহায়তা প্রদান করে।
গত ১৩ নভেম্বর রাউজান পৌরসভা সংলগ্ন গোদার পাড় মাদ্রাসা মাঠে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র জমির উদ্দিন পারভেজ। ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, জানে আলম জনি, আজাদ হোসেন। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ফরিদ উদ্দিন বলেছেন, গোদার পাড় এলাকার ৬শত দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।