সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে রাউজান উপজেলার সুবিধাবঞ্চিত পরিবারসমূহকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। রাউজান পৌর ভবনে মাইজভান্ডার দরবার কমিটি বাংলাদেশ রাউজান উপজেলার সকল ইউনিটের সমন্বয়কারীরা সম্প্রতি এই অর্থ সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান থেকে ৬ হাজার টাকা করে ৪৯ পরিবারকে এই অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা আব্দুল্লাহ আল্ হারুন, পৌর কাউন্সিলর জানে আলম জনি, পৌর আ.লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর শওকত হাসান, জসিম উদ্দীন, আজাদ হোসেন, জাকের হোসেন মাষ্টার, মঞ্জুরুল ইসলাম চৌধুরী, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, প্রদীপ শীল প্রমুখ।