রাউজানে দুই ঘরে স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরি

রাউজান প্রতিনিধি | শনিবার , ১৯ জুলাই, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

গত ১৭ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে রাউজানের বাগোয়ান ইউনিয়নের গরীবুল্লাহ পাড়ায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র প্রবাসী মুসলিম উদ্দিন খান ও ব্যবসায়ী মো. তসলিম উদ্দিন খানের বাড়ি থেকে লুটে নেয় নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিষপত্র। তসলিম বলেছেন, তারা ঘরে তালা দিয়ে পরিবার নিয়ে শহরে গিয়েছিলেন একটি অনুষ্ঠানে। এই সুযোগে বৃহস্পতিবার রাতে চোরের দল ঘরের দরজার হুক ভেঙে ভিতরে প্রবেশ করে প্রতিটি কক্ষের সব আলমিরা ভেঙে তছনছ করে। তাদের ঘর থেকে সাড়ে আট ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৮৫ হাজার টাকা, পাসপোর্টসহ নিয়ে যায় মূল্যবান জিনিষপত্র। বাড়ির লোকজনের কাছ থেকে ঘটনা শুনে গতকাল শুক্রবার সকালে বাড়িতে এসে জিনিষপত্র লুটে নেয়ার বিষয়টি নিশ্চিত হয়। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, মৌখিক অভিযোগ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগীরা কোনো লিখিত অভিযোগ থানায় দেয়নি। পুলিশ ঘটনা তদন্ত করছে।

পূর্ববর্তী নিবন্ধখানাখন্দে জর্জরিত বোয়ালখালীর বেঙ্গুরা ডিসি সড়ক
পরবর্তী নিবন্ধআমিরভাণ্ডারে ঈদে মিলাদুন্নবী মাহফিলের প্রস্তুতিসভা