রাউজানে তিন মামলার আসামি ছাত্রলীগ কর্মী আটক

রাউজান প্রতিনিধি | শনিবার , ১২ এপ্রিল, ২০২৫ at ৭:৩৭ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সক্রিয় থাকা ইসতিয়াক হোসেনসহ স্থানীয়রা মাদক, অস্ত্রসহ তিন মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে গতকাল শুক্রবার দুপুরে পুলিশের হাতে তুলে দিয়েছে। নোয়াপাড়া থেকে আটক করা মোহাম্মদ ইমরান ওই ইউনিয়ন শাখার ছাত্রলীগের কর্মী। জানা যায়, তাকে ধরে নোয়াপাড়া পুলিশ ক্যাম্পে সোপর্দ করার পর পুলিশ পূর্বের মামলার আসামি হিসাবে গ্রেফতার দেখান। জানতে চাইলে রাউজানের নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আসামি গ্রেফতারে আমাদের বিশেষ অভিযান চলমান আছে। স্থানীয়দের হাতে আটক ইমরানের নামে থানায় অস্ত্র, মাদক ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনকে ৪৫ কোটি পাউন্ড সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বাসের সাথে টেক্সির মুখোমুখি সংঘর্ষে আহত ৫