রাউজানে টেক্সি দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

ডিভাইডারে ধাক্কা

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৩১ পূর্বাহ্ণ

রাউজানের গিরিছায়ায় সিএনজিচালিত টেক্সি দুর্ঘটনায় মো. এমরান চৌধুরী (৫৪) নামে সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাউজান উপজেলার গিরিছায়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী হাটহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ডের ফটিকা গ্রামের জমিদার বাড়ির মৃত ফজু মিয়ার পুত্র। গতকাল শনিবার রাউজান হাইওয়ে থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, সবজি ব্যবসায়ী এমরান চৌধুরী সবজি আনতে শুক্রবার রাতে টেক্সি যোগে রাঙামাটি জেলার ঘাগড়া বাজারে যাচ্ছিলেন। এ সময় রাউজানের গিরিছায়া নামক এলাকা অতিক্রম করতে গিয়ে রাত আনুমানিক আড়াইটার দিকে তাদের বহনকারী টেক্সিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডিভাইডারে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে এমরান চৌধুরী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহতের চাচাতো ভাই নেজাম চৌধুরী ও ভাতিজা মো. নুরুন নবী চৌধুরী জানান, নিহত এমরান তিন পুত্র ও এক কন্যা সন্তানের পিতা ছিলেন। কাতারে থাকা তার সন্তানরা শনিবার রাতে গ্রামের বাড়িতে এসে পৌঁছালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধচকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধনির্বাচন পর্যবেক্ষকের নিবন্ধন পাচ্ছে ৭৩ সংস্থা