রাউজানে জাহেদ ও ইরফান বিল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| সোমবার , ২০ মার্চ, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

রাউজান ওয়াই কেবি ফ্রেন্ডশিপ ক্লাব আয়োজিত জাহেদ ও ইরফান বিল্লাহ ইয়াছিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। উক্ত ফাইনাল খেলায় ধর্মপুর ফুটবল একাদশকে টাইব্রেকারে ৬৫ গোলে পরাজিত করে চ্যাম্পিয় হয়েছে ওয়াইকেবী ফ্রেন্ডশিপ ক্লাব। ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ হন ওয়াই কেবি ফ্রেন্ডশীপ ক্লাবের গোলকিপার শিপন। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হন ধর্মপুর ফুটবল একাদশের শামীম।

খেলা শেষে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে এবং ওসমান গনি রানার সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন, রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, টুর্নামেন্ট কমিটির আহবায়ক মো. সেলিম উদ্দিন, ওয়াই কেবি ফ্রেন্ডশিপ ক্লাবের প্রতিষ্ঠাতা ইয়াকুব আলি, রাশেদ, আরমান শান্ত এবং রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। টুর্নামেন্টের সমন্বয়কারী হিসেবে ছিলেন রোকন উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধবুড়িশ্চর ছাফা মোতালেব কলেজিয়েট হাই স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে আগ্রাবাদ নওজোয়ান চ্যাম্পিয়ন