ফিলিস্তিনে নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামী রাউজান উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার নোয়াপাড়া পথের হাট বাজার চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল শুরু করা হয়। মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী রাউজান উপজেলা শাখার আমীর শাহজাহান মঞ্জু। সংগঠনের সেক্রেটারি মুহাম্মদ রিদোয়ান শাহ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী উত্তর জেলা বায়তুলমাল সেক্রেটারি অধ্যাপক ড. আব্দুল হামিদ চৌধুরী। বক্তব্য রাখেন ছাত্র শিবির সভাপতি তৌহিদুল ইসলাম, সেক্রেটারি মনিরুল ইসলাম, ইউছুফ ইমন, মুহাম্মদ আবুল হাশেম, মুহাম্মদ আজম খান, ফরিদুল ইসলাম, এরশাদুল ইসলাম, মুহাম্মদ কলিমুল্লাহ,জাহাঙ্গীর আলম, রবিউল হোসেন, আব্দুল কাদের, কুতুবউদ্দিন জিলানী, নুরুন্নবী চৌধুরী, মুহাম্মদ ইলিয়াস, ইমরান হোসেন, সায়েদুল করিম, মুহাম্মদ ইমতিয়াজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।