রাউজানে গৃহবধূর ঝুলন্ত লাশ

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ৩ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৮ পূর্বাহ্ণ

রাউজানের উত্তর গুজরা গ্রাম থেকে রুপা আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রুপা উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের সিএনজি অটোরিকশা চালক সাদ্দাম হোসেনের স্ত্রী। স্থানীয় জনসাধারণ ও পুলিশ সুত্রে জানা যায় গতকাল সোমবার দুপুর আড়াইটায় উত্তর গুজরা গ্রামের শ্বশুরবাড়ি থেকে রূপার লাশ উদ্ধার করা হয়। নিহত রূপার আত্মীয় স্বজনের দাবি নির্যাতন সহ্য করতে না পেরে রুপা গলায় ফাঁস আত্মহত্যা করেছে। নিহতের দুই ছেলে সন্তান রয়েছে। জানতে চইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শহীদুল ইসলাম বলেন, ঝুলন্ত অবস্থা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআকরামুজ্জামান খানের ইন্তেকাল ও দাফন সম্পন্ন
পরবর্তী নিবন্ধমেরিন ড্রাইভে বাইকের ধাক্কায় সার্ভেয়ার নিহত