রাউজানের নোয়াপাড়ার দুর্ধর্ষ সন্ত্রাসী লোকমান ওরফে লাড্ডুমকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ পুলিশ গ্রেপ্তার করেছে। সে নোয়াপাড়া চৌধুরীহাট এলাকার বজল মেম্বারের বাড়ির মোহাম্মদ শরীফের পুত্র। থানা সূত্র জানায়, তার নামে খুনের মামলা রয়েছে। স্থানীয়রা বলেছেন, সন্ত্রাসী লাড্ডুম চাঁদাবাজি ছিনতাইসহ নানা অপকর্মে জড়িত ছিল। তার অত্যাচারে নোয়াপাড়া চৌধুরীহাট এলাকার প্রত্যেক শ্রেণি পেশার মানুষ অতিষ্ট ছিল। গতকাল বৃহস্পতিবার বিকালে স্থানীয় সন্ত্রাসীদের নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা নিয়ে ঝামেলা হলে কয়েকজন তাকে চৌধুরীহাট এলাকা থেকে তুলে নিয়ে পায়ে গুলি করে পার্শ্ববর্তী এলাকায় ফেলে যায়। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধারের পর গ্রেপ্তার করে নিয়ে যায়। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া ঘটনা স্বীকার করে বলেন, সন্ত্রাসী লাড্ডুম খুনের মামলার আসামি। তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।