রাউজানে গাছ নিয়ে দুইগ্রুপে গোলাগুলি, ৪ জন গুলিবিদ্ধ

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ২৭ ডিসেম্বর, ২০২৪ at ৬:৪১ পূর্বাহ্ণ

রাউজানের কদলপুর ইউনিয়নে পাহাড় থেকে গাছ কেটে নিয়ে যাওয়ার সময় দুই গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে ৪ জন গুলিবিদ্ধ হয়েছে। এই ঘটনা ঘটেছে হযরত আসরাফ শাহ মাজারের কাছে গত বুধবার গভীর রাতে।

স্থানীয় সূত্র জানায়, জনৈক ইলিয়াস পাহাড় থেকে গাছ কেটে ট্রলি বোঝাই করে নিচ্ছিলেন। এসময় বাধা দেয় অপর একটি গ্রুপ। গাছের নিয়ন্ত্রণ নিতে দুই গ্রুপ মুখোমুখি হলে গোলাগুলি হয়। এই ঘটনায় ৪ জন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধদের রাতেই হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। আহতদের মধ্যে একজন উপজেলার বাগোয়ান ইউনিয়নের মো. মাহাবুব। অপরজন পাহাড়তলী ইউনিয়নের বদুপাড়া গ্রামের মো. জামাল বলে জানা গেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম সফিউল আলম চৌধুরী বলেন, গাছের মালিক দাবিদার ইলিয়াসের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ ও বহনকারী গাড়ি উদ্ধার করে দেয়া হয়েছে। তবে গোলাগুলির ঘটনা তিনি জানেন না বলে জানান। তিনি বলেন, গাছের মালিককে ঘটনার বিষয়ে অভিযোগ দিতে অনুরোধ করা হলেও তিনি এই নিয়ে কোনো অভিযোগ দিতে রাজি হননি।

পূর্ববর্তী নিবন্ধগভীর রাতে সচিবালয়ে আগুন দুর্ঘটনা নাকি নাশকতা
পরবর্তী নিবন্ধতৈলারদ্বীপ সেতুতে আবারো টোল নেয়ার উদ্যোগ