রাউজানে গণভোটের প্রচারণায় এনসিপির ‘অ্যাম্বাসেডর’ জাহেদুল

| সোমবার , ২৬ জানুয়ারি, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক এনসিপি পার্টি আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চট্টগ্রাম(রাউজান) আসনে ‘গণভোটের অ্যাম্বাসেডর’ হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাকে এই পদে মনোনীত করেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সারা দেশে ২৪৩টি আসনে গণভোটের অ্যাম্বাসেডরদের নামের তালিকা ঘোষণা করেন। এই তালিকায় রাউজান আসনে জাহেদুল করিম বাপপীর নাম ঘোষণা করা হয়। এনসিপি সূত্রে জানা গেছে, দলটি যে ৩০টি আসনে নিজস্ব প্রার্থী দিয়ে ‘শাপলাকলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে, সেসব আসনে কোনো অ্যাম্বাসেডর নিয়োগ দেওয়া হয়নি। তবে রাউজানসহ অবশিষ্ট ২৪৩টি আসনে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রার্থীদের দলীয় প্রতীকের প্রচারণার পাশাপাশি গণভোটের ‘হ্যাঁ’ সূচক ভোটের পক্ষে জনমত তৈরিতে কাজ করবেন এই অ্যাম্বাসেডররা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএলডিপির প্রার্থী এয়াকুব আলীকে জামায়াতের সমর্থন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-৯ আসনে সুন্নী জোট সমর্থিত প্রার্থীর মতবিনিময়