রাউজানে একটি চলন্ত ট্রাকে আগুন লেগে খড়সহ ট্রাকটি পুড়ে গেছে। গতকাল বুধবার সকালে রাউজান পৌরসভার গহিরা এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, নোয়াজিষপুর ইউনিয়নের ফতেহনগর ইউনিয়নের বাঁশডুয়াতল এলাকা থেকে খড় নিয়ে ট্রাকটি চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিলো। এ সময় পথে হঠাৎ ট্রাকে আগুন লেগে যায়। পরে রাউজান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ট্রাকটি পুড়ে ছাঁই হয়ে যায়।
ট্রাকচালক মামুন বলেন, কখন গাড়িতে আগুন লেগেছে তা জানি না। গহিরা এসে বিষয়টি টের পেয়েছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম।