শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম জন্ম মহোৎসব উপলক্ষ্যে গহিরায় আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান রাউজানের ধানের শীষ প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে। রাউজানবাসীকে সতর্ক থাকতে হবে কেউে যেন ঘোলা পানিতে মাছ শিকার করার কৌশল নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে। গত শুক্রবার শ্রী পীযূষ পালিতের সভাপতিত্বে ও লিটন মাহাজনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিপ্লব কান্তি দাশ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সুকৃতি সুন্দর মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধন চন্দ্র কর, রতন কান্তি পালিত, জেলা বিএনপি সদস্য আবু জাফর চৌধুরী, এডভোকেট এনামুল হক, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুব্রত দাশগুপ্ত, অরুণ পালিত বাসু, স্বপন তালুকদার, মোজাম্মেল হক, মো. মাসুদ, জুয়েল চৌধুরী, ছাত্র দল নেতা তসলিম উদ্দিন ও ছোটন আজম, বিশ্বজিৎ ধর, ত্রিফল চৌধুরী, জিকু কুমার দে, শংকর দে প্রমুখ।











