রাউজানে কদলপুরে গৃহবধূর লাশ উদ্ধার

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:১৩ পূর্বাহ্ণ

রাউজানে কদলপুর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করছেন থানা পুলিশ। গতকাল সোমবার বিকাল ছয়টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ভোমর পাড়া থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ নুর মোহাম্মদের পুত্র আকিজুর রহমান ইমনের স্ত্রী ইরফাত আলম ইরা (১৮)।
নিহতের জা নুসরাত জাহান এলি বলেছেন, বিকাল ৪টার দিকে আমার দেবর (নিহতের স্বামী) ফোন করে জানায়, ইরা ফোন রিসিভ করছে না, কক্ষে গিয়ে দেখার জন্য। গিয়ে দেখি দরজা বন্ধ। তখন ফোনে আমার দেবর বলল ইরা কিছু একটা করে ফেলেছে। তখন আমি অনেক চেষ্টা করে লাথি মেরে দরজা ভেঙ্গে কক্ষে প্রবেশ করে দেখি সে জানালায় গলার ওড়নায় পেছিয়ে ঝুলে আছে। আমি তাৎক্ষণিকভাবে ওড়না কেটে দিয়ে নামিয়ে নিয়ে শাশুড়িকে ডেকে চিকিৎসার জন্য ঘরের বাইরে নিয়ে আসি। তিনি আরো জানান, বিয়ের আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তিন বছর আগে তারা পালিয়ে বিয়ে করে। ঢাকায় একবছর থাকার পর আমার স্বামী বাড়িতে অনুষ্ঠান করে তাদের ঘরে তুলেন। সন্ধ্যা ছয়টার দিকে রাউজান থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। এই বিষয়ে পুলিশ পরিদর্শক(তদন্ত) কায়ছার হামিদ বলেন, ময়নাতদন্ত সাপেক্ষে বলা যাবে কি ঘটেছে।

পূর্ববর্তী নিবন্ধআলেমদের ধর্মীয় জ্ঞানের পাশাপাশি জাগতিক বিষয়েও দক্ষ হতে হবে
পরবর্তী নিবন্ধজেলা প্রশাসককে স্মারকলিপি দিল মুক্তিযোদ্ধার সন্তানরা