রাউজানে একটি ওয়ান শুটারগানসহ ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। গত বৃহস্পতিবার উত্তর সত্তা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. জামাল উদ্দিন (২৮) ও মো. মবিন (২৬)। গতকাল শুক্রবার র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অস্ত্রটি দিয়ে তারা এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদক ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিতে ব্যবহার করত। তাদেরকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।