রাউজানে এক নারী গুলিবিদ্ধ

রাউজান প্রতিনিধি | সোমবার , ৫ মে, ২০২৫ at ৭:১১ অপরাহ্ণ

রাউজানে জাহানারা বেগম নামে (৪৫) বছর বয়সী এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ০৪ নম্বর ওয়ার্ডের সৈয়দ মেম্বার বাড়িতে এই ঘটনা ঘটে।

আহত জাহানারা ওই এলাকার মো. লোকমানের স্ত্রী। জাহানারা বেগমের ভাষ্য, সোমবার ভোরে ডাকাতির উদ্দেশ্যে জাহানারার বসতঘরে ১০-১২জনের একটি ডাকাত দল প্রবশ করে। জাহানারা টের পাওয়ার পর ডাকাতদের চিনতে পারায় তার রানে গুলি করে কোনো মালামাল লুট ছাড়াই ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।

তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, জাহানারার স্বামী লোকমানও অপরাধ জগতের মানুষ। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দিন তালুকদার বলেন, গুলিবিদ্ধ এক নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই নারীর দাবি ডাকাতি করতে ১০-১২জন প্রবেশ করেছিল, তিনি নারী টের পাওয়ায় রানের মধ্যে গুলি করে ডাকাতরা পালিয়ে গেছে।

এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, রাউজানে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। এটি রহস্যজনক মনে হচ্ছে। তার স্বামী ভালো না, তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের মামলা রয়েছে। এটি কী কারণে ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকিস্তির টাকা নিয়ে ঝগড়া, বাঁশখালীতে স্ত্রীকে খুন করে পালালো স্বামী
পরবর্তী নিবন্ধকিশোরগঞ্জ হাওরাঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ডিএসকে’র শিক্ষাবৃত্তির চেক বিতরণ