রাউজানে আবারও এক ঘরের বাইরে ছিটকিনি লাগিয়ে পরিবারের সদস্যদের পুড়িয়ে মারার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত ১৯ ডিসেম্বর (শুক্রবার) দিবাগত রাতে পৌরসভার আট নম্বর ওয়ার্ডে ঢেউয়া পাড়ার তেজন্দ্র লাল শীলের ঘরে এভাবে আগুন দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। পরিবারের সদস্যরা বলেছেন, আগুন লাগানো হয় ঘরের বাইরে ছিটকিনি লাগিয়ে দিয়ে। ঘটনা টের পেয়ে তারা ঘরের টিনের বেড়া কেটে বাইরে বের হয়ে আসেন। পাড়ার মানুষের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হন।
এর আগে ১৭ ডিসেম্বর (বুধবার) রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে আগুন দিয়েছিল সদর ইউনিয়নের কেউটিয়া গ্রামের বড়ুয়া পাড়ার সাধন বড়ুয়া ও কুলাল পাড়ার চার ভাই লক্ষী পাল, অধীর পাল, টুনটু পাল, পরান পালের ঘরে। সর্বশেষ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ।
এর আগের ঘটনা পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নজির আহমদ খান, সহকারী পুলিশ বেলায়েত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলামসহ বিএনপি নেতৃবৃন্দ। এসময় জেলা পুলিশ সুপার বলেন, দুষ্কৃতকারীরা নির্বাচন বানচালের চেষ্টায় জনমনে আতংক সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এই ঘটনা ঘটাতে পারে। শীঘ্রই দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।












