চট্টগ্রামের রাউজানে এক ইটভাটায় চাঁদাবাজি করতে গিয়ে আদায়কৃত ৫০ হাজার টাকাসহ আবু জাফর নামে এক ব্যক্তিকে হাতে-নাতে ধরেছে পুলিশ।
আজ সোমবার বেলা পৌনে ১টায় রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইলিখীল এলাকার পরিবেশ বান্ধব ইটভাটা রাউজান ব্রিকস মেনুফেকচার (আরবিএম) এর অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাফর রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান গ্রামের বুড়ো হাজীর বাড়ির মৃত শহীদুল হকের ছেলে। অভিযানে অংশগ্রহণকারী পুলিশ জানায়, ইটভাটা মালিক এস.এম শহিদুল্লাহ’র কাছ থেকে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল জাফর।
সোমবার ৫০ হাজার টাকা দেওয়ার সম্মতি জানালে ইটভাটা মালিকের কাছ থেকে আরও টাকা দাবি করা করায় ভুক্তভোগী ৯৯৯ এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদায়কৃত ৫০ হাজার টাকা চাঁদাসহ জাফরকে গ্রেপ্তার করে।
পূর্বেও ওই চাঁদাবাজকে ২০ হাজার টাকার চাঁদা প্রদানের কথা জানিয়েছেন ভুক্তভোগী ইটভাটা মালিক এস.এম শহিদুল্লাহ। ইটভাটা মালিকের গোপন ক্যামেরায় ধরণকৃত ভিডিওতে দেখা যায়, চাঁদাবাজকে চা দিয়ে আপ্যায়ন করা হয়।
এরপর দাবিকৃত ৩০ লাখের মধ্যে ৫০ হাজার টাকা প্রদান করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে চাঁদারটাকাসহ গ্রেপ্তার করে থানায় মামলা রুজু শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় পুলিশ।
স্থানীয়দের দাবি, জাফর কখনো পুলিশের সোর্স, কখনো বিএনপি নেতাদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তবে তার দলীয় কোনো পদ পদবি নেই বলে নিশ্চিত করেছেন রাউজান পৌরসভার ১নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম জেলার এডিশনাল এসপি রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।