রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভোলা গাজীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন, ফটোমেম্বার, শফি, গোলাপ, ইউসুফ, হারুন। ক্ষতিগ্রস্তদের মধ্যে ফটো মেম্বার বলেন, শিশুরা গ্যাস লাইট দিয়ে বাজি ফোটাতে গিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে আমার ঘরসহ ৫টি বসতঘরের আসবাবপত্রসহ পুড়ে আনুমানিক ৮ লাখ টাকা ক্ষতি হতে পারে বলে ধারণা স্থানীয়দের।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত থেকে চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দুপুর দেড়টায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়৷
রাউজান ফায়ার সার্ভিস এন্ড সিফিল ডিফেন্সের সাব অফিসার আব্দুল আল মামুন খান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আমরা আগুনে কাজ শুরু করি। আগুনের সূত্রপাতের সঠিক কারণ এই মুহুর্তে জানাতে পারছি না। ৫টি ঘর পুড়ে গেলেও আশপাশের বেশকিছু ঘর রক্ষা পেয়েছে৷