রাউজানে অপকর্মে জড়িতদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে

নোয়াপাড়ায় বিএনপির মতবিনিময় সভায় বক্তরা

রাউজান প্রতিনিধি | শনিবার , ২ নভেম্বর, ২০২৪ at ৯:৩০ পূর্বাহ্ণ

দক্ষিণ রাউজানে বিএনপির কর্মীদের এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করতে সকল নেতাকর্মীদের এক্যবদ্ধ হয়ে অপকর্মে জড়িতদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। যারা সন্ত্রাস চাঁদাবাজিদের লিপ্ত তাদের ধরে আইন শৃংঙ্খলা বাহিনীর হাতের সোপর্দ করতে হবে। তারা বলেন, বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারের ঘোষণা রাউজানে অপকর্মে জড়িত কাউকেও রেহায় দেয়া হবে না।

গত বৃহস্পতিবার বিকেলে নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাটে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ৭টি ইউনিয়নের দলের কর্মীরা উপস্থিত ছিলেন। নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হকের সভাপতিত্বে ও পাহাড়তলী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব খানের সঞ্চলনায় সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, যুগ্ম সম্পাদক এইচ এম নুরুল হুদা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিএম মোর্শেদ চৌধুরী, উত্তর জেলা যুবদলের সহ সম্পাদক এন এ বাবুল, মো. সরোয়ার, এমদাদুল ইসলাম, অমলেন্দু শীল, মুরাদুল আলম, শরাফত উল্লাহ বাবুল, এম এ মান্নান, অ্যাডভোকেট আবু সাইদ, আবু তাহের সওদাগর, শেখ নাজিম, জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, ওয়াসিম উদ্দিন, পৌরসভা যুবদলের সভাপতি মহিউদ্দিন চৌধুরী, নোয়াপাড়া যুবদলের আহ্বায়ক শাকিল ইসলাম, তপন বড়ুয়া, ছাত্রদল নেতা রায়হান উদ্দিন ইরফান, সাফায়েত রাকিব, সাজ্জাদ হোসেন, টিটু মুন্না, মিজানুর রহমান, জামাল হোসেন, নাজিম উদ্দিন, লিটন, সাহেদ, রুবেল, রিপন, মাহিন, মহিউদ্দিন জনি, রাব্বি, হায়দার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে যুবদল দল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে জিডি
পরবর্তী নিবন্ধচবিতে ৭ দাবিতে জুলাই কাফেলার মানববন্ধন