যুক্তরাষ্ট্রের ভেঞ্চার টেক জোন ও সাকসেস টিউটোরিয়ালের সহায়তায় এবং রাউজানের পশ্চিম আধার মানিক গুজরা ঊপালী সংঘের তত্ত্বাবধানে বিনামূল্যে অনলাইন কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম গত ১ জানুয়ারি শুরু হয়েছে। কার্যক্রম উদ্বোধন করেন গুজরা ঊপালী সংঘের সভাপতি সুকান্ত বড়ুয়া চম্পক। এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্দেশ্য হলো পশ্চাৎপদ গ্রামে হাতে-কলমে কাজের উৎসাহ সৃষ্টি করা। এ উদ্যোগের মূলে আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী রানা বড়ুয়া। তিনি বর্তমানে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম ইঞ্জিনিয়ার হিসাবে নিউ ইয়র্ক ডিপার্টমেন্ট অভ ট্রান্সপোর্টেশনে কর্মরত।
এই কার্যক্রমের আওতায় বিনামূল্যে ইলেকট্রিক্যাল, কম্পিউটার ও টেলিকম বিষয়ক ট্রেড কোর্সে প্রশিক্ষণ দেয়া হবে। সেই সঙ্গে ব্যবস্থা করা হয়েছে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে ইংরেজি ও গণিত শিক্ষারও। অনলাইন প্রশিক্ষণ পরিচালিত হবে প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার সকালে। ট্রেড কোর্সগুলোতে হাতে-কলমে কাজের তত্ত্বাবধানে থাকবেন ইউসেপ স্কুলের ইন্সট্রাকটর প্রকৌশলী সুখময় বড়ুয়া। দেশের যেকোনো প্রান্ত থেকে এই প্রশিক্ষণে অংশ নিতে চাইলে www.vtechtrade.com ও www.sucesstutorial.net গিয়ে ভর্তি ফরম পূরণ করে অংশ নেয়া যাবে। প্রেস বিজ্ঞপ্তি।