রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসাদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, ৯৬ সালে রাজনীতিতে যে লক্ষ্য নিয়ে যোগ দিয়েছিলাম, প্রায় আড়াই যুগ কাজ করে সেই লক্ষ্য পূরণ করেছি। রাউজানবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম সন্ত্রাস,চাঁদাবাজি মুক্ত, আধুনিক সমৃদ্ধ রাউজন গড়ব। রাতদিন নির্ঘুম কাজ করে রাউজানকে রাঙ্গিয়েছি আমার স্বপ্নের রঙে। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে। তার সুযোগ্য নেতৃত্ব দেশ এগিয়ে চলছে। আমরা এই ধারাবাহিতা রক্ষা করতে চাই। গত ১৩ মে রাউজান উপজেলার মহামুনি এলাকায় নির্মাণাধীন মা ও শিশু হাসপাতালের ভবন হল রুমে পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের কর্মী সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান, সাবেক লায়ন জেলা গর্ভনর রূপম কিশোর বড়ুয়া, বাগোয়ান ইউনিয়ন পরিষদের ভূপেষ বড়ুয়া, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী আইয়ুব, উপজেলা আওয়ামী লীগ নেতা দোস্ত মোহাম্মদ খান, জসিম উদ্দিন, মো. কাশেম, বিশ্বজিৎ দে, তপন কৃষ্ণ ঘোষ, হাজী আমির হোসেন, কামাল হোসেন, লোকমান হাকিম, শেখ নবী, আজম রাশেদ, মাসুদ হোসেন রুবেল, সুজন মল্লিক, ইউনিয়ন যুবলীগের সভাপতি শৈকত তালুকদার, বাসু দে, মো. সালাউদ্দিন, মো. সুমন, আব্দুল্লাহ আল জাবেদ, নঈম উদ্দিন চৌধুরী প্রমুখ।