এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, আমি রাজনৈতিক পরিবারের সন্তান হলেও আগে রাজনীতিতে আসার কোনো স্বপ্ন ছিল না। ৯৬ সালে সক্রিয় রাজনীতিতে আসার পেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার পর রাউজানকে দেখেছি বিধ্বস্ত অবস্থায়। সনাতন ধর্মাবলম্বীদের উপর জুলুম নির্যাতনসহ দেখেছি সন্ত্রাস, চাঁদাবাজি, রক্তাক্ত জনপদ। এই অবস্থা থেকে রাউজানবাসীকে মুক্ত করার সংকল্প থেকেই রাজনীতির মাঠে আসা। সেই থেকে সকলের সহযোগিতায় রাউজানকে শান্তির জনপদে পরিণত করেছি। দেড় যুগ কাজ করে সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত করেছি। এই উপজেলাকে গড়ে তুলেছি পিংক, গ্রীণ ক্লিন উপশহর হিসাবে। এই রাউজান এখন অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসীদের নিরাপদ ঠিকানা। গত বৃস্পতিবার বিকালে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের বলপুর জন্মাষ্টমী পরিষদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন চট্টগ্রাম জন্মাষ্টমী পরিষদের সভাপতি সুকুমার চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. রিদোয়ানুল ইসলাম, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন, লায়ন শংঙ্কর সেনগুপ্ত, চট্টগ্রাম জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক মলয় মুৎসুদ্দী, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, পরিমল দে, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ শীল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবী।
শিবাশীষ রায়ের সভাপতিত্বে ও জনি দের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম, কামরুল হাসান বাহদুর, ইরফান আহমদ চৌধুরী, রাউজান পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে প্রমুখ।










