রাউজান স্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের শোক ও স্মৃতিচারণ অনুষ্ঠান

| সোমবার , ৪ আগস্ট, ২০২৫ at ৮:৪২ পূর্বাহ্ণ

রাউজান আর আর এ সি ইনস্টিটিউশন প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে প্রাক্তন ছাত্র সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, রাজনীতিবিদ মহিউদ্দিন আহমেদ, আবু মোহাম্মদ কাদের, মাস্টার এনামুল হক, জাহান আরা বেগম স্মরণে শোক ও স্মৃতিচারণ অনুষ্ঠান গত ২ আগস্ট অনুষ্ঠিত হয়। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে সংগঠনের সভাপতি আবু বকর ছিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ..ম ইয়াছিন মাহমুদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট ফোরকান উদ্দিন চৌধুরী। শোক প্রস্তাব পেশ করেন মোহাম্মদ নওশাদ চৌধুরী।

আলোচনায় অংশ নেন আবদুস সালাম,সাংবাদিক নাসিরুল হক, ব্যাংকার ইকরামুল হক, প্রফেসর ড. সুলতান আহমেদ, নাজিম উদ্দিন চৌধুরী, এ কিউ এম অহিদুল আলম, বীর মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন চৌধুরী, সিরাজুল মোস্তফা রুমি, আবু জাফর চৌধুরী, শাখাওয়াত হোসেন, আশফাক মো. মহিউদ্দিন, শাম্মি তুলতুল প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন ড.অ্যাডভোকেট শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন মোহাম্মদ আসিফ, নুর কুতুবুল আলম সেলিম, জাহাঙ্গীর আলম, ওয়াহিদুল আকবর শাহীন, মনসুর উদ্দিন, লুৎফুর রহমান, শাহাদাত হোসেন, অনুরাজ দাশ গুপ্ত, তানিয়া তাহমিনা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় পুকুরে গোসলে নেমে দোকান কর্মচারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধচবিতে নতুন সংগঠন ‘বিপ্লবী ছাত্র ঐক্য’র আত্মপ্রকাশ