রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয় নির্মাণ কাজের উদ্বোধন

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ৩ মার্চ, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ

রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। গতকাল বৃহস্পতিবার জলিল নগরে প্রেস ক্লাবের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে পৌর মেয়র বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, তারা প্রতিটি দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে থাকেন। রাউজানের সাংবাদিকগণ এখন নিজস্ব কার্যালয়ে বসে সুন্দর পরিবেশে কাজ করতে পারবেন।

এতে বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল।উপস্থিত ছিলেন নবীদুল আলম, অ্যাডভোকেট সাহেদ উল্লাহ জনি, আবু ছালেক, মো. আসিফ, নাছির উদ্দীন, জালাল উদ্দীন চুনচুন, নেজাম উদ্দিন রানা, এম রমজান আলী, এম কামাল উদ্দিন হাবিবী, মো. হাবিবুর রহমান, লোকমান আনছারী, আলাউদ্দিন, শাহাদাত হোসেন সাজ্জাদ, আবিদ মাহমুদ, রতন বড়ুয়া প্রমুখ, সঞ্জয় বড়ুয়া মুন্না।

পূর্ববর্তী নিবন্ধআন্দোলন জোরদারে তৃণমূল নেতাদের ঐক্যবদ্ধ হতে হবে
পরবর্তী নিবন্ধমোছলেম উদ্দীনের শোকসভা কাল