রাউজান পৌরসভায় উন্নয়ন প্রকল্পে আগ্রহ নেদারল্যান্ডের

প্রতিনিধিদলের সাথে বৈঠক

রাউজান প্রতিনিধি | রবিবার , ৩ এপ্রিল, ২০২২ at ৭:২৬ পূর্বাহ্ণ

নেদারল্যান্ড সরকারের একটি প্রতিনিধি দল রাউজান পৌরসভায় কিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাছাইয়ে পরিদর্শন করেছেন পৌর এলাকা। তারা বৈঠক করেছেন পৌরসভার জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে। গতকাল শনিবার প্রতিনিধি দলটি রাউজানে আসেন। এর আগে প্রতিনিধি দলটি রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর সাথে তার শহরস্থ বাসায় সাক্ষাত করেন। তারা সাংসদকে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন। সাংসদ প্রতিনিধি দলটিকে রাউজানে প্রকল্প বাস্তবায়নে সবরকম সহায়তার আশ্বাস প্রদান করেন। মতবিনিময় কালে নেদারল্যান্ডের প্রতিনিধিদলটি পৌরসভার পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতামুক্ত করে উন্নত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি আধুনিক সুবিধা সম্বলিত ট্যুরিজম, ইকোপার্কের মত প্রকল্প গ্রহণের আগ্রহের কথা জানান। এসময় মেয়র জমির উদ্দিন পারভেজসহ সুশিল সমাজের প্রতিনিধিগণ তাদের বক্তব্যে নেদারল্যাণ্ডের প্রকল্প বাস্তাবায়নের সবধরণের সহায়তা দেয়ার আশ্বাস প্রদান করেন। মেয়র বলেন বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রাললয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি সরকার প্রধানের স্বপ্ন বাস্তবায়নে রাতদিন কাজ করছেন। তিনি ইতিমধ্যে রাউজানকে গ্রীণ, পিংক ক্লিন উপজেলায় পরিণত করেছেন। সাংসদ রাউজান পৌরসভায় নেদারল্যাণ্ডের উন্নয়ন পরিকল্পনাকে স্বাগত জানিয়ে প্রকল্প বাস্তবায়নে পৌরসভার পক্ষ থেকে সবধরনের সহায়তা দেয়ার নির্দেশ প্রদান করেছেন। প্রতিনিধি দলের পক্ষে তাদের পরিকল্পনার কথা তুলে ধরেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদ, নেদারল্যাণ্ড দূতাবাসের পানি ব্যবস্থাপনা ও খাদ্য নিরাপত্তা বিষয়ক ফাস্ট সেক্রেটারী ফলকার ডি জাগার, প্রফেসর ক্রিস জিবেনবার্গেন, স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী এম এ সামি ডাব্লু চৌধুরী, প্রকৌশলী রোমন। পৌর মিলানায়তনে মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর জানে আলম জনি, সমীর দাশ গুপ্ত, আলমগীর আলী, আজাদ হোসেন, সওকত হোসেন, জসিম উদ্দিন চৌধুরী,দীলিপ চৌধুরী, জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন নেছা, ইউছুপ খান, মুছা আলম খান চৌধুরী, মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমানবতার চিরন্তন কল্যাণের জন্যই মহাত্মাদের আবির্ভাব
পরবর্তী নিবন্ধলবণের পানিতে পিচ্ছিল মহাসড়ক ধুয়ে পরিষ্কার করল পটিয়া পৌরসভা