রাউজান পৌরসভার সাবেক মেয়র, রাউজান উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী বেবীর ৮ম মৃত্যুবার্ষিকী আগামীকাল রোববার। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন ও মিলাদের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান এ আদর্শবান–ত্যাগী নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
উল্লেখ্য, শফিকুল ইসলাম চৌধুরী বেবী টানা ৩১ বছর রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৮ সালে রাউজান পৌরসভার প্রশাসক ও ২০০৪ সালে মেয়র নির্বাচিত হন। স্বাধীনতা পরবর্তী কৃষি ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় তিনি ‘বঙ্গবন্ধু পুরস্কার’ লাভ করেন। প্রেস বিজ্ঞপ্তি।