রাউজান পৌর এলাকাবাসীর উদ্যোগে বিদায় সংবর্ধনা

| শনিবার , ৬ ডিসেম্বর, ২০২৫ at ৬:১৪ পূর্বাহ্ণ

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদের বদলি জনিত বিদায় উপলক্ষে তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে রাউজান পৌর এলাকাবাসী। বৃহস্পতিবার রাউজান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ মঞ্জরুল হক, সংবর্ধিত অতিথি ছিলেন সদ্য বিদায়ী রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজলের সভাপতিত্বে বিএনপি নেতা শহীদ চৌধুরী সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা ওমর ফারুক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জা, আব্দুল মান্নান মনি, জাকির হোসেন বাহাদুর, রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক। এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সদস্য মোঃ হোসেন, যুবদল নেতা শহীদ, মোঃ রেওয়াজ, বিএনপি নেতা মোঃ আমিন, যুবদল নেতা প্রবাসী মোহাম্মদ হোসেন, যুবদল নেতা আবু বক্কর সিদ্দিক, হাসান বাহাদুর, সাবেক ছাত্রদল নেতা মো: আরিফ, মো: সাইফুদ্দিন রুবেল, মো: নাছের, মো: সাহ নেওয়াজ, নিজাম উদ্দিন, জাবেদ, মো: রানা, এসকান্দর, শাহআলম, ফোরকান, মিজান উদ্দিন রিপন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসুলতানাদের স্বপ্ন কবে পূরণ হবে?
পরবর্তী নিবন্ধআন্দরকিল্লায় গীতাধ্বনির গীতাজয়ন্তী উৎসব