রাউজান পশ্চিম গুজরা ইউনিয়নে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়

| শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৩২ পূর্বাহ্ণ

রাউজান পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে গত ২৪ সেপ্টেম্বর পরিষদের হল রুমে মহিলা মেম্বার লাকী মহাজনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। এতে পশ্চিম গুজরা ইউনিয়নের ১১টি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং পূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন। ইউনিয়ন পরিষদের সচিব আবু মোহাম্মদ সায়েম চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ হারুন উর রশিদ, মোহাম্মদ এনাম উল্লাহ, কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, মেম্বার জাহানারা বেগম, গোলাপি বড়ুয়া,মোহাম্মদ আমির আলী, মোহাম্মদ লোকমান হোসেন মেম্বার,মোহাম্মদ ওসমান, আতিকুল্লাহ, মো. নুরুন নবি, ইলিয়াস সওদাগর, নুরুল আকতার, মোহাম্মদ নেচার, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, কায়ছার হামিদ দিদার, সাহাব উদ্দিন রুবেল, ওসমান চৌধুরী, নজরুল ইসলাম, চন্দন কুমার বিশ্বাস, দিলীপ দে, কাঞ্চন বিশ্বাস, রূপক কান্তি দে, বিপ্লব বিশ্বাস, রুবেল দাশ, অমল দাশ, নিলয় ঘোষ, অশোক মজুমদার, বাবলা বিশ্বাস, সুমন বিশ্বাস, সুমন মহাজন, সুক্তম মহাজন, জয় দে, কৃষ্ণ দত্ত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাই কলেজে শিক্ষাবৃত্তি প্রদান ও বই বিতরণ
পরবর্তী নিবন্ধরাউজানে জাতীয় নাগরিক পার্টির উঠান বৈঠক