রাউজান থেকে ফুটিয়ে তোলা হবে বাংলার প্রকৃত রূপ

বর্জ্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধনে ফজলে করিম

রাউজান প্রতিনিধি | শনিবার , ৬ আগস্ট, ২০২২ at ৩:৫৫ পূর্বাহ্ণ

রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, রাউজানকে গ্রীন ও ক্লিন উপজেলায় পরিণত করা হয়েছে। এখান থেকে ফুটিয়ে তোলা হবে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলার প্রকৃত রূপ। রাউজান পৌরসভার ওয়ার্ড ভিত্তিক অপচনশীল বর্জ্য সংগ্রহের সমন্বিত কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, স্বপন দাশ গুপ্ত, কামরুল হাসান বাহদুর, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, এডভোকেট সমীর দাশ গুপ্ত, কাউন্সিলর কাজী ইকবাল, জানে আলম জনি, এডভোকেট দিলীপ চৌধুরী, ইউপি চেয়ারম্যানগণসহ আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
পরবর্তী নিবন্ধনিপীড়িত মানুষের ভরসাস্থল ইমাম হোসাইন (রা.)