রাউজান ক্লাবের মাসিক ইসলামিক সেমিনার

| শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

রাউজান ক্লাবের ব্যবস্থাপনায় মাসিক ইসলামিক সেমিনার গত ৫ জানুয়ারি নগরীর হোটেল টাওয়ার ইন মিলনায়তনে রাউজান ক্লাবের দাতা সদস্য, প্রবীণ আইনজীবী এডভোকেট ড. শফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এবারের বিষয়বস্তু ছিল : ‘শেষ জামানার ফেতনা থেকে বাঁচার উপায়’। মূল আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্‌সিরে কোরআন মাওলানা সাদিকুর রহমান আল আযহারী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অবঃ) কাজী মোহাম্মদ শফিউল আলম।

মূল আলোচনায় মাওলানা সাদিকুর রহমান বলেন, কেয়ামত যতই ঘনিয়ে আসছে ততই ফেতনার প্রসার দ্রুত ছড়িয়ে পড়ছে দিকবিদিক। সমাজে অনাচার, অবিচার, যুলুম, খুন, ধর্ষন, রাহাজানি, ইভটিজিং, বেহায়াপনায় সয়লাব হয়ে যাচ্ছে। এর কারণে তরুণ সমাজের মাঝে নৈতিক অধঃপতন পরিলক্ষিত হচ্ছে । এর থেকে পরিত্রানের একমাত্র উপায় হচ্ছে আল্লাহর কোরআন আর রাসূল (সাঃ) এর সুন্নাহ আঁকড়ে ধরা এবং বেশি বেশি ইলম অর্জন করা। নারী ফেতনা, মোবাইল আসক্তি, অশ্লীলতা, পরকীয়া যেভাবে সমাজে ছড়িয়ে পড়ছে তা নিতান্তই উদ্বেগজনক। সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ তাওহীদুল ইসলাম, শেখ মোহাম্মদ ওমর, রফিকুল ইসলাম ইসলামাবাদী, যুগ্ম সম্পাদক এস এম জাফর চৌধুরী, সি এম আলী হায়দার, বশির উল্লাহ সাইমুম, এডভোকেট খুরশেদ আলম, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন বাবুল, সবেক এএসপি মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ আশরাফ উদ্দিন, সহসভাপতি মোহাম্মদ রিয়াজুল হাসান, মোহাম্মদ মামুনুর রশিদ, এ এস এম এয়াকুব, সৈয়দ অহীদুল আকবর শাহীন, ওয়াহেবুল মোস্তফা হাসনু, আরিফ মঈনুদ্দিন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভাটিয়ারীতে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম চট্টগ্রামের আলোচনা সভা