রাউজান ক্লাবের যাকাত তহবিলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ক্লাবের সভাপতি ডা. মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন মুজাহিদুল ইসলাম, মাওলানা জুবায়ের সাহেব, মাওলানা ক্বারী শহিদুল্লাহ সাহেব। সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন বাবুলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মাওলানা আয়ুব, মাসুম চৌধুরী, আবদুল ওযাহেদ চৌধুরী, শামসুদ্দোহা, এস এম জাফর, আব্দুর রহিম, মামুন চৌধুরী, ইমরান চৌধুরী, শফি সিকদার, রোবেল, খোরশেদ চৌধুরী, মহসীন আলী, তকির আহমদ, ইমরান হোসেন, শহিদ উল্লাহ চৌধুরী।
বক্তারা বলেন, রাউজান ক্লাব পূর্বের ন্যায় তাদের সমাজকর্ম দুস্থের মাঝে পৌঁছায়ে দিচ্ছে এটাই আল্লাহর মেহেরবানী। রমজানে প্রত্যেকেই ভাল কর্ম করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের তাগিদ দেন। এই আয়োজনে দুই লাখ বিশ হাজার টাকার ইফতার সামগ্রী ও টিন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।